Z - চেতনার কবিতা || অরুণ দাস
..............................
Z - চেতনার কবিতা
..............................
তেতাল্লিশ .
আজ কেউ নেই ৷
শুধু শূন্য সময়কে শেখা ৷
নিজেরই মৃত শরীর সাম্নে ,
দাঁড়িয়ে আছি একা ৷
..................................
১.
পাখি বললো :
আর ছুঁয়ো না আমায়
ডানায় লেগে যাবে মৃত্যুরঙ
গাছ বললো :
আমার ছায়ায় শুদ্ধ স্বপ্নের
সূর্যোদয় ৷
আর মৃত্যুর চেয়ে গাঢ় তোমার
অন্ধকার ৷
বাতাস বললো :
শুধু অর্থহীন তুমি ছাড়া
এই শ্বাসবায়ুতে অনন্তের
অধিকার ৷
........
তোমার দিকে তাকিয়ে দেখি দূর মুগ্ধতায় ৷
দেখি, তোমার ডানায় বসে থাকা সোনারঙ পাখিদের ৷
গাছ তার নির্জন ছায়ায় মেখে নিচ্ছে তোমাকে ৷ মুগ্ধ বাতাস উড়িয়ে দিচ্ছে তোমার চুল ৷
...ভুল স্বপ্নের অহংকার ভাঙা মৌন দুপুর৷
২.
.... আজ পাতায় পাতায়
তোমার বদলে যাওয়া ইচ্ছেডানা ৷ গোধূলী আলোয় পলাশ রঙা তোমার ঠোঁট ৷
তুমি কেমন অনায়াসে উড়ে
যাও মগ্ন নীলের খোঁজে।
চূর্ণী,
আজ সুঠাম জীবনের অর্থ
এক মুঠো ছাই
আজ মৃত্যু যেন বড্ড অসহায়
জীবনের কাছে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন