Z - চেতনার কবিতা || অরুণ দাস
......
ছেচল্লিশ .
অবশ অন্ধকারে বুঝে উঠি,
শরীর মানে পোশাকী সফর ৷
এক শরীর ছেড়ে নিশ্চিতে ঘুরে আসা , আরেক শরীর ৷
নীল নৌকোয় মেঘ মুলুকে,
চিনে নেওয়া মহাকাল ৷
ঝরনা বিছিয়ে দেয় পথ
হাত বাড়ালেই তোর তুষারবুক
অগুনতি সবুজ
ভিজতে থাকি ঢেউ খেলানো
রাতে ৷
ফেরার কোনো পথ নেই
জেনেও .....এই যে সবুজ হাঁটতে থাকা ?
বর্ণহীন বুকে শিখে যাওয়া
অপার্থিব সুখ ?
..........
আজ আস্ত পাহাড় ও মেঘ
সাজিয়ে দিই নদীর উপর
অভিমানী রাতে,
খেয়ালী চাঁদ ভাসে ৷
জ্যোৎস্না নামে নির্মেঘ
আকাশে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন