সোমবার, ১৬ আগস্ট, ২০২১

কুলটিকরীর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চের উদ্যোগে সাফাই অভিযান ৷৷ সংস্কৃতি সংবাদ, Jhargram

 কুলটিকরীর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চের উদ্যোগে সাফাই অভিযান ৷৷ সংস্কৃতি সংবাদ, Jhargram



নিজস্ব সংবাদদাতা,কুলটিকরী,ঝাড়গ্রাম ৷৷ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী উচ্চতর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  প্রতিবছর ১৫ আগস্টের দিন কুলটিকরী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হাসপাতালের সামনে  জাতীয় পতাকা উত্তোলন করে ডাক্তার ও নার্সদের সঙ্গে পালন করা হতো ১৫ অগাস্ট  সঙ্গে জোগদান করতেন অগনিত সাধারণ মানুষজন। তবে করোণার দ্বিতীয় ঢেউ আসার আগেই কোনো এক অজ্ঞাত কারণবশত হাসপাতাল টি বন্ধ হয়ে পড়ে প্রায় আট মাস যাবৎ।আর সেই হাসপাতাল চালু করার দাবিতে   কুলটিকরী ব্যবসায়ী সমিতি ও পাশাপাশি বেশ কয়েকটি ক্লাবের সদস্য সদস্যারা মিলে তৈরি করেন কুলটিকরী উচ্চতর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চ ,ইতিমধ্যেই এই কুলটিকরী উচ্চতর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চের পক্ষ থেকে  বিভিন্ন  সরকারি মহলে জানানোর পাশাপাশি   মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরে যখন আসেন  মুখ্যমন্ত্রীর কাছেও লিখিত আকারে তাদের এই সমস্যার কথা তুলে ধরেন তারা।স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চের সদস্য ও সদস্যাবৃন্দ  মনে করছেন তাদের এই সমস্যা খুব শিগগিরই  সমাধান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  । আর তাই হাসপাতাল যখন নতুন করে শুরু হবে  হাসপাতালে নিযুক্ত নতুন ডাক্তারবাবু ও নার্সদের থাকাও কাজ করার কোনো রকম যাতে সমস্যা না হয়    তাই রবিবার ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে  কুলটিকরী উচ্চতর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রক্ষা সমন্বয় মঞ্চের পক্ষ থেকে   হাসপাতাল সাফাই অভিযান চালানো হয় ।পাশাপাশি ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষদেরও   যাতে কোনো রকম  সমস্যার সম্মুখীন না হতে হয় সেই দিকটিও তারা  বিশেষ গুরুত্ব দেন  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...