গড়বেতার সিভিল আর্মির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ৷৷ সংস্কৃতি সংবাদ, Garhbeta
নিজস্ব সংবাদদাতা, গড়বেতা,পশ্চিম মেদিনীপুর......রবিবার ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসের দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল আর্মি।এদিন সকালে প্রথমে গড়বেতার ১২ বিঘা এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে নিয়ে তাঁদের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়।এরপরে গড়বেতা রেলওয়ে টেশনে স্টেশন মাস্টার জাতীয় পতাকা উত্তোলন করেন উপস্থিত ছিলেন সিভিল আর্মির সদস্য-সদস্যারা। এরপর সংস্থার পক্ষ থেকে
স্টেশন চত্বর পরিষ্কার করা। তারপর গরবেতা বিডিও অফিসের সামনে স্বাধীনতা সংগ্রামী সরোজ রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়িকা উত্তরা সিংহ, গড়বেতা ১ নম্বর ব্লকের বিডিও ওয়াসিম রেজা, স্থানীয় সিআই,আলোর জোয়ার পত্রিকার সাংবাদিক শ্যামল কুমার সাহা সমাজকর্মী জয়দীপ ব্রম্ভ, সমাজকর্মী সদানন্দ দাস,সমাজকর্মী জয়ন্ত দাস। এছাড়াও উপস্থিত সিভিল আর্মি গ্রুপের প্রত্যেক সদস্য সদস্যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন