সোমবার, ২৩ আগস্ট, ২০২১

কবিতা || শিবদেব মিত্র, Poems.

 শি ব দে ব  মিত্র 

কবিতা






শি ব দে ব  মি ত্র 



কাঠি ধরা অভ্যেস 





দেখতে গেলে কে আর আমি? আমারই বা কে... 


সাবধানে পা, রাস্তা পিছল! অসাবধানে হড়কে যাবে



পাক খাচ্ছে গোটা দুনিয়া...কে বা আমি ওস্তাদ 


রাস্তা ঢালু গড়িয়ে যাবে তবে আটকে থাকাই কাজ



এছাড়া আর কি বা করার দুবেলা বাজাই ডুগডুগি 


সহযোগী না, উপযোগী নয় - সঙ্গী সবাই যোগী!



একদিন তো,চিনতে শিখবে! মিলে যাবে সব কু


বুর্জোয়া আর দালাল মানেই মানবতার শত্রু ।



ছেঁড়া যাবে তাতে! করুক তারা যতই নাটকবাজি


ধান্দাগিরির বান্দা যত, কাজ ফুরোলেই পাজি!



দেখতে দেখতে চিনেছি তোমায়, পথ রয়েছে পড়ে


সাত জার্মান কি আসে যায়? জগাই একাই লড়ে!



ধুত্তোর রাখ্ খুঁজে নিয়ে ফাঁক ঢুকে পড়ছি ঝাঁকে 


জানে না কেউই ! কে আসলে কি দেখাবে কাকে?



ফুরিয়ে গেছে বোঝার মুরোদ, এই জেনেছি বেশ


আমরা মানেই আসলে কোথাও কাঠি ধরা অভ্যেস
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...