Z - চেতনার কবিতা || অরুণ দাস, Z-Poems, Arun Das
......
Z - চেতনার কবিতা
..............................
আটচল্লিশ .
স্বপ্নহীন সাধ,
অনায়াসে লিখে রাখে
অন্ধরাত ৷
১.
চূর্ণী , হাওয়া মহলের হাওয়া খেতে খেতে স্মৃতিতে সাজিয়ে রাখি সূর্যাস্ত ৷
সতেজ সূর্যোদয়ে অলৌকিক আলো, নিজের অজান্তে অজানা আগুন শেখে ৷
কাঁচা সোহাগ
মাংসাসী হৃদয় আগলে রাখে মৃতদেহ৷এই যে স্বভাব শরীর জুড়ে আদিম গুহাচিত্র ........ হারিয়ে যায় শৈশবে ৷ স্মৃতিরা, হলুদ লাল ঝরা পাতায় লিখে রাখে বৈশাখী দুপুর ৷
উদাসী হাওয়ায় নৌকোয়,
নির্জন হয়ে ওঠে শরীর ৷ মেঘের সাথে নির্জন চোখাচোখি ৷
ইচ্ছে পাখি, লিখে ফেলি ভুল
আঁচড় ৷
২.
শেষ দর্শনও সোহাগী হয়ে ওঠে ৷ বুকের মধ্যে মূর্তহীন তোর মূর্তি ৷ মনমরা মূহূর্ত৷
এঁকে রাখি.... চাঁদোয়া মেঘ ৷
মনের মধ্যে মাছ হয়ে যাওয়া ইচ্ছেগুলো ৷
স্রোতহীন হয় রূপসী রাত ৷
শব্দহীন হৃৎপিন্ডে
নিভৃতে লিখে রাখি
পাথুরে শব্দকোষ ৷
...... চূর্ণী, আজ অপেক্ষার নামই যেন উৎসব ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন