শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

এলেম নতুন দেশে ।। অরবিন্দ মুখোপাধ্যায় ।। অনুগল্প, Aurobinda Mukherjee

এলেম নতুন দেশে 

অরবিন্দ মুখোপাধ্যায় 



যে দুজন একরাস্তা দিয়ে কখনোই চলাফেরা করতো না,  তারা এখন একটু তফাতে হলেও একই রাস্তা ধরছে । যাদের মধ্যে সীমানা নিয়ে বিরোধ প্রায় লেগেই থাকতো, তারা যেন কোন মন্ত্রবলে চুপ করে আছে ।যার হাসিমুখ দেখা আর অমাবস্যায় চাঁদ দেখা একই ব্যাপার বলে কানাঘুষো হয়, তাকেও দেখা যাচ্ছে দাঁতের বিজ্ঞাপন দিতে । কতসময় যে কিপটে লোকটা রাস্তায় বসে থাকা কুষ্ঠ ভিখিরি'টাকে পাশ কাটিয়ে উদাসীন ভাবে চলে গেছে ; কিন্তু আজ যেন সে অন্য গ্রহের মানুষ । দু- এক বার  কিছু ভাবনা ভেবে সন্তর্পণে এদিক ওদিক একটু তাকিয়ে খুঁজে খুঁজে এক টাকার কয়েন'টি সগর্বে টং করে ফেলে দিলে । বাবা তার অবাধ্য ছেলের বায়না মেটাচ্ছে আর ছেলেটি অবিশ্বাসের চোখ নিয়ে দু- এক বার দেখে নিচ্ছে তার বাবাকে । স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনও কালে কোনোরকম বিরোধ ছিল না । এখন হাসিমুখ এনে তিনি কল্পতরু । রাত্রিগুলো যেন অজ্ঞাতবাসে চলে গেছে । দিনের আলোও এত মুখরিত করেনা । এককথায় স্থান কাল পাত্র দেখে শুধু একটা গানই গাইতে ইচ্ছে করছে সবার---'এলেম নতুন দেশে ....' ।

          এ কোন মন্ত্রবল ? এ বহুবলধারিনী'র মন্ত্রবল । এ আনন্দময়ীর আনন্দিত রচনা । আনন্দ ।শুধু আনন্দ । শারদ আনন্দ । সমস্বরে সবার মুখে একটাই কথা--- মা আসছেন ...। ভুবনভোলানো মা । মা দুর্গা ।


              ================

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...