নীলিমা সাহা-র আটপৌরে ৩৮৭-৩৮৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 387-389,
নীলিমা সাহার আটপৌরে
৩৮৭)নদী ।নৌকা ।ঢেউ
মাঝিজীবন
স্রোতে ভাসে নাই-ঠিকানার গন্তব্য
৩৮৮)
শরীর-মন <আদিম-যৌনতা<বহতা
অদ্ভুতবোধ
তলানিতে তবু প্রেমই আস্থাভাজন
৩৮৯)
বালিব্রিজ । বিপন্ন জীবন
ভঙ্গুরভূগোল
এই গৃহস্থবাংলারই চলমান সনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন