রবিবার, ৩ অক্টোবর, ২০২১

পূরবী~ ৬৮ || অভিজিৎ চৌধুরী || Purabi- 68

পূরবী~ ৬৮

অভিজিৎ চৌধুরী



রবীন্দ্রনাথ পাহাড় ভালোবাসতেন না।বলতেন আমার দৃষ্টি আটকে যায়।যদিও বালকবেলায় হিমালয় ভ্রমণে গেছিলেন পিতৃদেবের সঙ্গে, গেছেন মংপু।এছাড়াও শিলং পাহাড়ের পটভূমিতে একাত্তর বছরের রবীন্দ্রনাথ লিখেছেন প্রেমের উপন্যাস শেষের কবিতা।

তবু পদ্মা গঙ্গার সঙ্গে তাঁর আজন্ম সখ্য।
তীর্থ এসেছে কালিম্পং। হিল টপের হোটেলে ভালোই লাগে কিন্তু অনিবার্য সত্যিটাও অনুভব করছে,দৃষ্টি আটকে য়ায়।রাতে পাহাড়ের গায়ে বাড়িঘরগুলি খেলাঘরের মতোন জেগে ছিল।পাহাড়ে এরকমই কি খেলাঘর হয় আর ভেঙে যায়।জানে না তীর্থ। 
তবে তারও প্রিয় নদী।যদিও তীর্থ জলরাশি নয়।আর জলরাশি হলেই যে চঞ্চল হবে কোন ভুয়ো গনৎকার বলেছে!
আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। নদীকে দেখে মনে হয়,সে কোথায় টেনে নিয়ে যাবে।যদিও বললেই হবে জলরাশি মানেই মন অশান্ত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...