রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

পূরবী- ৭০ ।। অভিজিৎ চৌধুরী ।। Purabi- 70

পূরবী- ৭০ 

অভিজিৎ চৌধুরী 




কোজাগরী পূর্ণিমা খুব কাছেই।তারও আগে তুমুল নির্বাচন পর্ব।জোড়াসাঁকোর বাড়িতে যাওয়ার কথা হল।অধ্যাপিকা দেখাবেন।বাইশে শ্রাবণের ঘরে আজও জমাট বেদনা রয়েই গেছে।বুড়ো বটগাছ আর নেই।পুকুরটা রবীন্দ্রনাথের সময়েই উধাও হয়ে গেছিল।আছে দক্ষিণের বারান্দা। অবন ঠাকুরের বাড়ি।যাব,যাব সেই কবে থেকে বাজছে বীণা।শুধু সুরের বৈঠক আর হচ্ছে না।হৃদয়ের রাজা গেছে হারিয়ে।শিলাবতীর তীরে প্রলম্বিত ছায়ায় নতুন মানুষের কলরব নিশ্চয়ই।

শিলাদিত্য ছিল একলা পথের চিরসঙ্গী।এখন সে আছে জঙ্গলমহলে কিন্তু তীর্থ বহুদূরে নগরায়ণের ঘেরাটোপে।

একদিন সে লিখল,হৃদয়ের রাজা আর কবে দেখা হবে!

তীর্থ বলল,তিনি আসবেন।কথা যখন দিয়েছেন,তিনি আসবেনই।শুধু মনের হাট খোলা রাখতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...