নীলিমা সাহা-র আটপৌরে ৫৪০-৫৪২
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 540-542,
নীলিমা সাহার আটপৌরে
৫৪০)
নিকানো উঠোনে শিশুগন্ধের
আখরমালা
আজও ঢেউঢেউহাসি আশ্চর্য মনোহারী
৫৪১)
পোড়বাঁশি আজীবন অপেক্ষাতলায়
আড়বাঁশি
সাঁতরায় মন থেকে বনে
৫৪২)
কাটাকুটি খেলতে খেলতেই
ভালোবাসা
ঝাঁপ খোলে,খোঁজে আলোরচাহনি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন