মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৫৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-356, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৫৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-356, Nilanjan Kumar



শব্দব্রাউজ ৩৫৬ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । সকাল ৮টা ২০মিনিট ।

শব্দসূত্র : যে যেভাবে আছি

যে স্থিরতার ভেতর দিয়ে নিজেকে ছুঁয়ে যায়,  তার থেকে শিক্ষা নিতে হয় ।  যে সারা জীবন নিজেকে নির্ভর করে গড়ে তোলে সূক্ষ্ম অনুভব তার থেকে গড়ে নেয় নিজস্ব বিশ্বাস । আমি তখন আমারই ।

যেভাবে বাঁচাবাঁচি তাকে নিংড়ে ভরে তুলি দিন । অথচ সব কিছু আপন তালে । যেভাবে আহ্লাদ করি প্রাত্যহিক জীবনে তাও মিলেমিশে যায় নির্ভুল ভালোবাসায় ।

আছি আনন্দে । অনবদ্য জীবনচক্রে । আছি প্রেরণায় । শান্তিতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...