রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

পূরবী - ৮৪ ।। অভিজিৎ চৌধুরী ।। Purabi- 84

পূরবী - ৮৪

অভিজিৎ চৌধুরী 





তত্ত্ববোধিনী পত্রিকা মাঘ ১৩০১ ও ১৮১৬ শকাব্দ লেখা হল - সর্বপ্রথমে ঘন্টারব হইল।তখন সকলে ব্রহ্মোপসনার জন্য প্রস্তুত হইলেন এবং শ্রদ্ধাস্পদ বাবু রবীন্দ্রনাথ ঠাকুরকে অগ্রবর্তী করিয়া মঙ্গল গীত গাহিতে গাহিতে মন্দির প্রদক্ষিণ করিলেন।পরে আচার্যেরা বেদী গ্রহণ করিলে শ্রদ্ধাস্পদ বাবু ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে অগ্রবর্তী করিয়া মঙ্গলগীত গাহিতে গাহিতে মন্দির প্রদক্ষিণ করিলেন।

প্রশ্ন হচ্ছে এই ব্রহ্ম উপাসনা যে শুরু হল তার একদম উল্টোদিকে সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতীয়দের মধ্যে প্রথম আই সি এস হলেন ১৮৬৪ সালে।ইংল্যান্ড গিয়ে তখন পরীক্ষা দিতে হতো।কংগ্রেস তখনও গঠিত হয়নি স্বাধীনতার ভাবনা দূর অস্ত।সিভিল সার্ভেন্ট হতে পারাকে একটা মাইলস্টোন হিসেবে ধরা হল প্রতীচ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার।

রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন ১৮৬১।

একদিকে উপাসনা অন্যদিকে ইউরোপীয় সংস্কৃতির চর্চা এই দুইয়ের মেলবন্ধনে তিনি বেড়ে উঠছেন।

ইউরোপ যাত্রার ডাইরিতে তিনি লিখেছিলেন,সেই সভ্যতার মাঝখানে ঝাঁপ দিয়ে তিনি আঘাত আবর্ত সবকিছু অনুভব করতে চেয়ে ছিলেন।

তারপর শিলাইদহে গিয়ে এক অন্য রবীন্দ্রনাথের যাত্রা।

জীবন যদি বহুমাত্রিক না হয় তবে তা আন্তর্জাতিক তো দূরের কথা এই দেশেরও হতে পারে না।

তীর্থ অপেক্ষা করছে এক অনাবিল মুক্তির যেখানে সে অনুভব করতে পারব সামগ্রিক মানব সত্তার।

ব্রাহ্ম সংস্কৃতি বা ধর্ম তাও কি ধরে রাখতে পেরেছে রবিবাবুকে।সরস্বতী বন্দনাও রয়েছে তাঁর গানে।পৌত্তিলকতাও সৃষ্টির কারণে গ্রহণীয়। শেষ অবধি পূরবীর বেলা অবসানেও তাইই ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...