শব্দব্রাউজ ৩৯৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-396, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৯৬ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা ।
২৬। ২। ২০২২। সময় ৮টা ১০ মিনিট ।
শব্দসূত্র: তুমি। আমি । সে ।
তুমি । আমার জন্য । সাংসারিক খুঁটিনাটি । তুমি । হিসেব নিকেশ । আয় বুঝে ব্যয় । তুমি । সত্য । বৃদ্ধের
কান্ডারী । শেষ রাতের অবুঝ চুম্বন । তুমি । গায়ের ওম ।
নিঃশ্বাসের শব্দ । নিশ্চিন্ত সুখ ।
আমি । আমার মতো । কখনো প্রেমিক । ব্যর্থ অর্গাজম । সৃজন দার্শনিক । সাধারণ ।
সে । প্রেম । স্বপ্ন সঙ্গম । উষ্ণশ্বাস। একান্ত । সে । আমার । বহুমাত্রিক। মনে ।
২৬। ২। ২০২২। সময় ৮টা ১০ মিনিট ।
শব্দসূত্র: তুমি। আমি । সে ।
তুমি । আমার জন্য । সাংসারিক খুঁটিনাটি । তুমি । হিসেব নিকেশ । আয় বুঝে ব্যয় । তুমি । সত্য । বৃদ্ধের
কান্ডারী । শেষ রাতের অবুঝ চুম্বন । তুমি । গায়ের ওম ।
নিঃশ্বাসের শব্দ । নিশ্চিন্ত সুখ ।
আমি । আমার মতো । কখনো প্রেমিক । ব্যর্থ অর্গাজম । সৃজন দার্শনিক । সাধারণ ।
সে । প্রেম । স্বপ্ন সঙ্গম । উষ্ণশ্বাস। একান্ত । সে । আমার । বহুমাত্রিক। মনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন