বুধবার, ৩০ মার্চ, ২০২২

এখনও সূর্যমুখী ।। আজকের কবিতা ।। অরিন্দম চট্টোপাধ্যায়, Arindam Chattopadhyay

 এখনও সূর্যমুখী ।। আজকের কবিতা 


অরিন্দম চট্টোপাধ্যায়





ধ্রুপদী সন্ধ্যার দিকে আমাদের গন্তব্য
মধ্য আকাশময় অনেক নক্ষত্র
অক্ষর আর শব্দের মায়াজাল ছড়িয়ে
এক অনিন্দ্য সন্ধ্যা গড়িয়ে গড়িয়ে
মাধতীলতা রাত্রির গভীরতায়  হারিয়ে যায়
থেকে যাবে অমলিন  স্মৃতিচিহ্ন হিসেবে
কয়েকটা উচ্চারিত লাইন...

অজনা পথ ধরে বোধ হয় যেতে যেতে
অন্য গোলার্ধে শোনা যায় আর্ত চিৎকার
সবার অবয়বে অভিশঙ্কার লেশ
ওখানে কবিতা নদী পথ হারিয়ে শুষ্ক ভূমি
চারিদিক জুড়ে ধ্বংস আর ভেঙে পড়া সভ্যতা
ক্রিসানন্থেমাম এর কোন সুভাস চিহ্ন নেই
শুধু বারুদের পোড়া গন্ধময় এক ভূমি খণ্ড
তবুও জীবনের স্মারক হিসেবে
উঁকি দেয় এখনও সূর্যমুখী...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...