মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

শব্দব্রাউজ ৩৯৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-398, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৯৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-398, Nilanjan Kumar





শব্দব্রাউজ ৩৯৮ || নীলাঞ্জন কুমার



বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা ।
২৮। ২। ২২। সকাল  ৯টা ।


শব্দসূত্র:  ছল করে যাই


প্রতিদিনের ভেতরে হাজারো ছল । ছল আমাকে শেখায় সাফল্যের চাবিকাঠি দিয়ে তালা খোলার  । সাফল্য আর সার্থকতা গুলিয়ে গিয়ে হাহা হেসে উঠি বোকার মতো । ট্যুরিস্ট সময় উড়ে ঘুরে আবার শূন্যের কোঠায় গিয়ে ঠেকলে বুঝে ফেলি হিসেবের গলদ ।


একে অপরকে হারিয়ে করে খাচ্ছি । এতেই তো হাজারো আনন্দ। কুড়িয়ে নিচ্ছি হাস্যকর সুখ ।
বোকার মতো হেসে উঠি ।


যাই এইভাবে । বাঁচাবাঁচিই  শুধু একমাত্র কাম্য । বাকি সব খেলা ।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...