নীলিমা সাহা-র আটপৌরে ৮৬৩-৮৬৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 863-865,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৬৩-৮৬৫
)
লৌহসেতুর নিচে বহতা
কলকলকালোজল
সামনেই মন্দির, মাশীতলা --থরথরস্বর
)
কালেরশাসন হেলানো আঙুলে
খদ্যোৎযেন
জ্বালায় নেভায় অনুচ্চার হাসিতে
)
বন্ধুরপথ, ভাষা একটাই
সাবধানীসংকেত
অনাগত আতঙ্কে শিহরিত তৃষ্ণা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন