শব্দব্রাউজ ৪৩৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-436, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪৩৬ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । সময় সাড়ে সাতটায় ।
শব্দসূত্র: মিষ্টি আলোর ওড়না
মিষ্টির সঙ্গে আনন্দ জড়িয়ে । শুদ্ধতাও । সকালের মিষ্টি রোদের আদর পেতে পেতে বুঝে ফেলি জীবন কত মধুর! নিত্যি এই সুন্দর কি পাওয়া যায় ?
আলো কি সারাক্ষণ অন্ধকারকে ঠেকিয়ে রাখে? ছায়ার অন্ধকার আমাদের সঙ্গে সঙ্গে ঘোরে । অন্ধকারের মিত্রতা বুঝে ফেললেই আলোর গুরুত্ব তখন । অন্ধকারের ভয় আলো কি দূর করতে পারে!
আলোর ওড়না আমাকে জড়িয়ে । বাস্তবে । স্বপ্নে । আলো দেখে এগোতে থাকি ।
শব্দসূত্র: মিষ্টি আলোর ওড়না
মিষ্টির সঙ্গে আনন্দ জড়িয়ে । শুদ্ধতাও । সকালের মিষ্টি রোদের আদর পেতে পেতে বুঝে ফেলি জীবন কত মধুর! নিত্যি এই সুন্দর কি পাওয়া যায় ?
আলো কি সারাক্ষণ অন্ধকারকে ঠেকিয়ে রাখে? ছায়ার অন্ধকার আমাদের সঙ্গে সঙ্গে ঘোরে । অন্ধকারের মিত্রতা বুঝে ফেললেই আলোর গুরুত্ব তখন । অন্ধকারের ভয় আলো কি দূর করতে পারে!
আলোর ওড়না আমাকে জড়িয়ে । বাস্তবে । স্বপ্নে । আলো দেখে এগোতে থাকি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন