নীলিমা সাহা-র আটপৌরে ৮৮৪-৮৮৬
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 884-886,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৮৪-৮৮৬
)
নববর্ষ আবারও খুলল
খাতা
হালবেহাল আওরায় রোজনামচার নামতা
)
যত পথ ততই
মতামত
যত বোধ ততই প্রাপ্তআলো
)
ঝাঁ ঝাঁ রোদপোড়োজীবন
বৈশাখীমনের
তবু স্বপ্ন ওই রবীন্দ্রশরণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন