শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

শব্দব্রাউজ ৪৪৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-444, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৪৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-444, Nilanjan Kumar






শব্দব্রাউজ ৪৪৪ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । ১৫। ৪। ২০২২। সময় সকাল ৯টা ১৫মিনিট ।



শব্দসূত্র:  কুমির জলকে নেমেছি


শেয়াল কুমিরছানার গল্পের মতো জীবন আমাদের নয় । যারা জলে নেমে কুমিরের সঙ্গে ' এ দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে ' গান গাইতে চায়,  তাদের কাছে ডাঙার বাঘও সমান আমুদে ব্যাপার!  বোকামি দেখলে আমরা যেমন হেসে উঠি তেমনি কেউ কেউ ওপর চালাকি দেখলেও হেসে ওঠে । কুমির কিংবা বাঘ শব্দের ভেতর যে ভয় তা বুদ্ধিমানদের জন্য । তারা জানে বাঁচার মন্ত্র ।


জলকে যেতেও ব্যাখ্যা আছে । ভালো জল রাধারাণীর জন্য । আর ভয়াল জল .....! প্রেম জলকেলিতে বেড়ে ওঠে । জলে নামলেও যেখানে কুমির নেই সেখানে আমরা । সুখে প্রেমে আদরে ।


অধঃপাতে নেমেছি সুখের কারণে । অগুনতি বৈভবের জন্য  । পাপপুণ্য কোথায় হে!  যুক্তিতে আসে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...