রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

শব্দব্রাউজ ৪৫২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-452, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৫২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-452, Nilanjan Kumar






শব্দব্রাউজ ৪৫২ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৩। ৪। ২০২২। সময় সকাল সাতটা ।


শব্দসূত্র:  ছেড়ে দেব না


ছেড়ে দেওয়ার কোন প্রশ্ন কি আসে?  এই শব্দ এই রস এই গন্ধ এই স্বাদ সব মিলিয়ে মিশিয়ে এই আমি সারা রাত দিন কেমন বিভোর । ছেড়ে দেওয়ার শব্দ আমার ভেতরে নেই ।   শুধু ধরে রাখার ধ্যান গ্রাস করে । আমার ভেতর হাসে শব্দের দুষ্টুমিপণায় , কাঁদে শব্দের বেদনায় ।

কাউকে দেব না বলে জাপটে রাখি শব্দ সম্ভার । কোটি শব্দের গুণাগুণ সারা তন্ত্রীতে সংবহনে বাঁচিয়ে রাখে ।কাউকে নেওয়া যায় না বলে একা আমিই ছুটি ।এখানে আমি নিঃসঙ্গ । নিঃসঙ্গ আমার প্রেম । আমার ইহকাল ।


না। সুখ দেব না । দুঃখ দেব না । নিঃসঙ্গতা দেব না । সব আমার থাক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...