শনিবার, ১৪ মে, ২০২২

কালবৈশাখী ঝড় ।। মেশকাতুন নাহার ।। কবিতা

কালবৈশাখী ঝড়

মেশকাতুন নাহার 




বৈশাখ মাসে হঠাৎ আসে
কালবৈশাখী ঝড়,
গাছগাছালি তীব্র বেগে 
করে যে নড়-বড়।

বজ্রপাতে মনের ভিতর 
লাগে প্রাণের ভয়,
এই বুঝি সব ভেঙেচুরে
ভুবন করছে ক্ষয়।

মাঝিমাল্লা বৈঠা হাতে 
ছুটছে দ্রুত তীর, 
পাখিগুলো ভেজা দেহে 
কাঁপছে বসে নীড়।

জমির ফসল হেলে পড়ছে
চাষির চোখে জল,
নিম্ন জমি প্লাবন এসে
দৈবাৎ করে তল। 

বাগান থেকে ঝরে পড়ে
কাঁচা পাকা আম,
ক্ষতির মাত্রা বৃদ্ধি পেলে 
কৃষক পায় না দাম।

বিদ্যুৎ খুঁটি উপড়ে গিয়ে 
আঁধার করে ঘর,
বৈরী হাওয়া ভাগ্যের চাকায় 
নিয়ে আসে জ্বর।

প্রভাষক সমাজকর্ম 
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ, 
কচুয়া, চাঁদপুর।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...