বুধবার, ২২ জুন, ২০২২

কিছু বই কিছু কথা- -২৯৬। নীলাঞ্জন কুমার বায়োপলিটিক্স । পাপড়ি গুহ নিয়োগী । বৈভাষিক, ভদ্রকালী হুগলি

কিছু বই কিছু কথা- -২৯৬। নীলাঞ্জন কুমার




বায়োপলিটিক্স । পাপড়ি গুহ নিয়োগী । বৈভাষিক,  ভদ্রকালী হুগলি ।
একশো কুড়ি টাকা ।

কবি পাপড়ি গুহ নিয়োগীর ' বায়োপলিটিক্স ' বইটি কোচবিহারের এক অনুষ্ঠানে উপহার পেয়ে ও পড়ে বিশেষ উপকৃত হয়েছি বলা যায় । কবি পাপড়ির কবিতা র তীব্রতা ও তীক্ষ্মতা তাকে বিরাট স্প্যানে দাঁড় করিয়ে দেয় । যদি এই কবির কবিতার ভূমিকা কাব্যগ্রন্থে প্রকাশ করা স্রেফ বাহুল্য মাত্র তবু যিনি এর ভূমিকা লিখেছেন তিনি এই কবিকে ঠিকঠাক ধরতে পেরেছেন বলে বাহবা দিতে হয় । ভূমিকাকারের কথায় ' কবিতা তো আসলে একটা বিদ্রোহ ' কিংবা ' শাসকের চোখে চোখ রেখে গর্জে ওঠেন তিনি তাঁর ' বায়োপলিটিক্স ' কাব্যগ্রন্থেরপ্রতিটি কবিতায় ' কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায়,'  এ কথা কাব্যগ্রন্থটি পড়তে পড়তে সহমত হতে হয় । ' মাদারচোদ এখন ছেলেমেয়েদের লিরিক 'এর মতো কবিতার লাইন পাপড়ির কবিতার প্রতিবাদী দিকটি বিশেষভাবে চিনতে সাহায্য করে।
              কাব্যগ্রন্থের শেষ কবিতাটি আমায় তন্ময় করে: ' মৃত্যু/  ঠিক আছে/ মৃতদেহ! ' ( ' খেদ ') বর্তমান বাস্তবকে  ঠিকরে সামনে তুলে আনে ।এছাড়াও তাঁর কবিতায় জ্বালাময়ী পংক্তি পাই:  ' ওরা অন্ডকোষের ঘা চেটে/  বগল চেটে/  হাতল তৈরি করে ' ( জবাতন্ত্র '), ' মানুষের বাজারে সব যখন জট পাকিয়ে যায়/  সম্পূর্ণ নগ্ন আমরা ধীরে ধীরে দালাল হয়ে উঠি '( ' দেশদ্রোহীর ডায়েরি -৭') , ' ঈশ্বরকে আলিঙ্গন করে দেখিয়ে দেব/  মানচিত্রে অস্ত্রোপচারের ভিডিও ' ( ' দেশদ্রোহীর ডায়েরি- ৬) , 'আজকাল থুথু গিলে/বাক্ স্বাধীনতা নিয়ে আত্মহত্যা আঁকি ' ( সেলিব্রেশন '), ' ক্রমাগত আমরা পিছিয়ে যাচ্ছি/ জ্বর, কাশি শ্বাসকষ্টের চেয়েও/  আজকাল পেটকে ভয় করে '  ( ' একটু শুনবেন স্যার ') সত্যি সত্যি তিনি সমাজের হৃৎপিন্ড উপড়ে আমাদের সামনে দেখাতে চেষ্টা করেছেন । হিরণ মিত্রের করা প্রচ্ছদ বর্তমান সময়ের কথা আমাদের শোনান তাঁর মুন্সিয়ানা দিয়ে ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...