শব্দব্রাউজ ৪৮৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-488, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৪৮৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৯। ৫। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: সুবিধে অসুবিধের উর্দ্ধে উঠে
১। সুবিধে মতো
এই জীবনে
সময় এলে
সে বড় ক্ষণস্থায়ী !
২। অসুবিধের ভেতর
ফুটে ওঠে জেদ
তাকে ছুঁয়ে
আজীবন ।
৩। কাকে উর্দ্ধে রাখবো
কাকে নিচুতে
তা ঠিক করবে
কে?
৪। উঠে আসছে বাস্তব
কল্পনার ভেতর থেকে
এ এক বিস্ময় !
খুব সুন্দর
উত্তরমুছুন