মঙ্গলবার, ৭ জুন, ২০২২

শব্দব্রাউজ ৪৯৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-494, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৯৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-494, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৪৯৪ ।। নীলাঞ্জন কুমার

ছাটগুড়িয়াহাটি, কোচবিহার শহর । ৪।৬।২২। সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট ।



শব্দসূত্র: সমাধান ভেতরে বাইরে



সমস্যার ভেতর থেকে যে সমাধান তাকে খুঁজে পেতে যে আনন্দ, সে হিসেব কে দেবে! লুকিয়ে চুরিয়ে আসা সমস্যার সঙ্গে খেলাধুলা করতে করতে মেতে থাকি নিত্যিদিন । সমাধান বৌদ্ধিক । যার সামনে দাঁড়িয়ে মানুষ হাঁফ ছাড়ে ।



ভেতরে কার কি চলে কে খোঁজ রাখে ? কে কাকে পা থেকে মাথা অবধি মাপছে, কি করে খুঁজবো? হিসেব করতে করতে বেহিসেব বেশি করে দেখা দেয় ।



বাইরে মদালসা চোখ । মুখে করুণার প্রতিচ্ছবি । তাদের ভেতরেও চলে মোনালিসার বিকৃত পর্যবেক্ষণ । হাহা এইতো ভবিষ্য হে, সমাধান নিয়ে লড়ে যাও ।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...