শব্দব্রাউজ ৫০৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-507, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫০৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৮। ৬। ২০২২। সকাল সাড়ে আটটা ।
শব্দসূত্র: ঘর বানালাম শুন্যের মাঝে
প্রকৃত ঘর কি পাওয়া যায়? ঘরের মিষ্টি স্বপ্ন যখন বুকে বাসা বাঁধে, তখন উল্লাস আপনিই গড়ে ওঠে ।
ঘর বানানোর হাজারো হ্যাপা । ভালো মন্দের তত্ত্ব তখন হাজির । লোকে বলার ওপর নির্ভর করে সুন্দর অসুন্দর । আমার আনন্দ হতাশা ।
শূন্যের সঙ্গে দোস্তি করে ঘর বানাই ।শূন্য আমাকে উজাড় করে দিতে চায় । ঘর বাড়ি ভালো মন্দ যদিও আমার দায় ।
ঘরের ভেতরে যে ঘর তাতে অনেক আবডাল । ঠিক মনের মতো । অনায়াসে উলঙ্গ হতে পারা যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন