রবিবার, ৩ জুলাই, ২০২২

রথ বনাম পথ ।। অরবিন্দ মুখোপাধ্যায় ।। অণুগল্প

 রথ বনাম পথ 

 অরবিন্দ মুখোপাধ্যায় ।



    তোকে বারবার বলছি যে, আমিই বড়ো । শিবেশের কথার জোরালো প্রতিবাদ করলো তিন্নি । না, আমি বড়ো । শিবেশ বলল, দ্যাখ আমাকে বয়সে বড়ো হতে হয় : এটাই নিয়ম ।তিন্নি রসালো জিলিপিতে জোর এক কামড় দিয়ে বলল, এসব নিয়ম তৈরী করা । মেয়েদের ছোট করে রাখা । শিবেশের জিলিপি শেষ । তুই কি মেলাতে এসেও নিস্তার দিবি না? তোরা প্রায় একই রকম । তিন্নি প্রতিবাদ করল । তোমরাও তো বাবা ছোট করে এনজয় কর । এই ইগো ফাইটের কোন মানে আছে ? শিবেশ হাতে জল নিতে বলল , অভিধানে খুঁজতে হবে । বলে হেসে ফেলল । আমাদের দুজনকেই দুজনের দরকার । এটাই বড় কথা । তিন্নি রসালো আঙুল চেটে নিয়ে বলল, এগজাক্টলি । বোঝ বাবা একটু বোঝ ।

     হাত মুখ ধুয়ে শিবেনের দাঁড়ানো মোটরসাইকেলে এসে বসলো তিন্নি । শিবেশ পাশে এসে দাঁড়ালো । 

------- তিন্নি তোর ঐ কবিতার লাইনটা মনে আছে?

-------- কি ?

--------- 'পথ ভাবে আমি বড় রথ ভাবে আমি .....' 

-------- মনে থাকবে না কেন ? ওটা কোটেশন করে লাস্ট ইয়ারে কোশ্চেন এসেছিল । 

------ আমাদেরও হয়েছে একই অবস্থা । রথ সাজিয়ে কি হবে যদি তার সঠিক পথ না থাকে ! আবার পথও তো অপেক্ষা করে রথের জন্য । তাই না ?

------- কি আর নতুন কথা বললি ! তবে পথটাও বেশ ইম্পর্টেন্ট ।

------ দাঁড়া, তাহলে রিসার্চ করতে বসি । কিছু কিছু পুরনো কথা মনে করতে হয় ইয়ার । ভুলে যাই আমরা ।

----- আমি যেরকম ? ' এই পথ যদি না শেষ হয় তবে কেমন হোতো তুমি বলতো ....' 

      শিবেশ তিন্নির পিঠে আলতো চাপড় মেরে বলল, একটু থামাবি ? দ্যাখ ঐ রথ বেরিয়েছে । চল একটু দড়ি ধরেটান দি । তিন্নি খিলখিল হেসে বলে, পুণ্য হবে ? হবে তো ? শিবেশ বলল, পুণ্য চোখে দেখা যায় না রে ! কাজের মধ্যে লুকিয়ে থাকে । বুঝলি ? তিন্নির আদুরে ধমক । অ্যাই, তুই এই মেলাতে এসেও আমার ক্লাস নিবি ? আর, এত ভিড়ে দড়ি ছুঁতে পারবি ? শিবেশ বলল, চল আমি তো আছি ।

       আজ জগন্নাথ দেবের রথ আর পথের মিলন । অসংখ্য মানুষের পদচিহ্নে তার জয়যাত্রা ঘোষিত হচ্ছে । বিভিন্ন রঙের পোশাকে বর্ণময় হচ্ছে সেই পথ । ঐতিহ্য তো এটাই । জগৎ অনেক মহীয়ান হোক্ ।

     শিবেশ, তিন্নি ধীর অথচ দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল সেই রথের দড়ি ছোঁয়ার জন্য, যে রথ তার নির্দিষ্ট পথে চলেছে । সেই পুণ্য যেন সবাইকে ছুঁয়ে যায় । ছুঁয়ে যেতে পারে... ।


              -----------*****-----------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...