শব্দব্রাউজ ৫৩৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-536, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৩৬
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৭। ৭। ২]২২। সময় সকাল আটটা দশ মিনিট ।
শব্দসূত্র: বন্ধু রয়েছ দাঁড়ায়ে
করুণাধারায় যেন কেউ নেই, বন্ধু চিরতরে চলে গেলে মনে হয় । বন্ধুর অন্তিম ইচ্ছের সামনে মনে মনে নিজেকে মিশিয়ে তার ইচ্ছেপূরণ করি । বন্ধুর স্মৃতি স্বপ্নে আসে । দীর্ঘশ্বাসে বেরোতে থাকে হাজারো কষ্ট । বন্ধুহারা দিন আঁধার নিয়ে আসে ।
স্মৃতি হাসি ঠাট্টা কান্না নিয়ে রয়ে যায় মনে । দিন পেরতে পেরতে অবদমনে ।
বন্ধু চলে যাওয়া দেখি, দাঁড়িয়ে থাকি শবদেহের কাছে। তখন বাতাস বিষণ্ণ । মেঘেতে কান্না বৃষ্টি । চোখে ঝাপসা স্মৃতি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন