বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

চিরঞ্জীব হালদার ।। কবিতা ।। আর্জি , Chiranjib Roy

চিরঞ্জীব হালদার ।। কবিতা

আর্জি


চিরঞ্জীব হালদার



আমার পূর্বপুরুষের নাম যদি তুকারাম হয়

তাহলে কি

আমার প্রপিতামহের পাশ্চাত্য সংস্করণ যদি ইবসেন হয় তাহলে কি

যদি আমার দিদিমার বান্ধবী মীনকুমারী হয়



ঠিক কখন আপনি একা একা দক্ষিণ বারান্দার খিড়কির কপাট খুলে ঝাঁপ দেবেন গরম নেহাইয়ের উপর

ধর্ষনের সব চিহ্ন মুছে যাওয়ার পরেও

কোন গ্লানি ছাড়াই শহরের মেডিকেল ভান্ডারে

অনিয়ন্ত্রিত ঘুমের বড়ি চুরি করতে সফল হবেন

বৈরাম খাঁ তার চরিতনামা লেখার আগে

প্ল্যানচেটে নাদির শাহকে ডেকে নেবেন 


আলাদিন অন্তত একবারের জন্য ভার্জিনিয়া উলফের শেষ সাক্ষাতকার নেওয়া যায় কিনা ভেবে দেখবেন

আপনার প্রদীপকে বলুন মরা নদীর জল

যেন ফুসমন্তর হয়ে ওঠে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...