সোমবার, ১ আগস্ট, ২০২২

শব্দব্রাউজ ৫৪৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-549, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫৪৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-549, Nilanjan Kumar






শব্দব্রাউজ- ৫৪৯

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩০। ৭। ২২। সময় ৭টা ৩০মিনিট ।



শব্দসূত্র: খেলা ভাঙার খেলা



আস্তে আস্তে পেঁয়াজ ছাড়ানোর মতো রহস্য ছড়ানোর খেলা দেখতে যারা মেতে, তারা জানে না ফলাফলে শূন্য । খেলা ভাঙার খেলা যেদিন শেষ হবে সে ভয়ংকর দিন কারোর মাথায় নেই ।



ভাঙার ভেতর থেকে গড়ে উঠবেই নব প্রজন্ম । তারা অভিজ্ঞতা দিয়ে সব শিখবে । সত্যি ইতিহাস প্রকাশ পাবে তাদের হাত ধরে ।



খেলা হবে বলতে বলতে যারা বাজার মাতায় , তারা দুর্দিনে অদৃশ্য । এ খেলা চলছে নিরন্তর । কেউ কারো দায় নেয় না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...