শব্দব্রাউজ ৫৫৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-553, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৫৩
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩। ৮। ২২। সকাল সাতটা ত্রিশ মিনিট ।
শব্দসূত্র: সাগর গর্জনের কাছাকাছি
সাগর ডাকে
নোনা জলে জড়াই ,
এভাবে আনন্দ যাপন ।
সাগর গর্জনের সঙ্গে
সখ্যতা করি,
আমি আর নিঃসঙ্গ হই না ।
বালিয়াড়ির কাছাকাছি এলে
নীল সমুদ্রের প্রেম
জাগায় রমনের তাগিদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন