শব্দব্রাউজ ৫৯১।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-591, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫৯১। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১১।৯। ২২। সময় সকাল সাড়ে ন ' টা ।
শব্দসূত্র: কুমির জলে নেমেছি
কুমিরের কাছে জলে নামলেই সেতো ছুটে আসবে । তার লোভ জীবন তখন তুঙ্গে ।
খুব জলে ডুব সাঁতারে আলাদা মজা । সে সময় সব স্তব্ধতা আমার জন্য । আবার ভেসে উঠলেই বাস্তব তাড়িয়ে বেড়ায় ।
জলে নেমেছি বলে শিখে নিয়েছি কুমির থেকে বাঁচার পন্থা। না নামলে কি জয় হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন