শব্দব্রাউজ ৬০০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-600, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬০০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৯। ৯ । ২২। সময় সকাল আটটা পনেরো মিনিট ।
শব্দসূত্র: ভালো মন্দের দ্বন্দ্ব
ভালো জীবন কাম্য
সকলের,
তাই কি ঈশ্বর বিশ্বাস ?
মন্দের প্রতি মুহূর্ত
আতঙ্কে,
কিছু প্রকাশ্য কিছু গোপন ।
ভালো মন্দের দ্বন্দ্ব
আজীবন নিত্য সহচর ।
ভালো মন্দ নিত্ত আপেক্ষিক
উত্তরমুছুনদ্বন্দ্বের বিচার হয় না সঠিক।