শনিবার, ৮ অক্টোবর, ২০২২

কষ্টের মিছিল ।। মেশকাতুন নাহার ।। Meskatun Nahar

কষ্টের মিছিল 

মেশকাতুন নাহার 



এমন কিছু কারণ এসে
দেয় যে মনে কষ্ট, 
ওরে কষ্ট কেন তুই যে
এত বড়ো দুষ্ট? 

মনের ভিতর জবরদস্তি 
করিস বসত বাড়ি,
সেই বাড়িতে বসে রে তুই
আগুনে দিস হাড়ি।

আড়াল থেকে বিষ মিশিয়ে 
বক্ষে মারিস ছুরি, 
জখম নিয়ে ভাঙা পথে 
একলা আমি ঘুরি,

এত কষ্ট অন্তঃপুরে 
বন্দী হয়ে আছে, 
জ্বলে পুড়ে ধ্বংসপ্রাপ্ত 
বুঝার নেই কেউ কাছে।

প্রতি রাতে কষ্টগুলো 
আমায় ঘিরে রাখে,
হরেক রঙে উদ্ভট সাজে
আসে লাখেলাখে।

মিছিল করে বলে তাঁরা 
তোমায় ভালোবাসি, 
পালাবে কই প্রিয় সঙ্গী 
দেয় যে অট্টহাসি।

প্রভাষক সমাজকর্ম 
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ, 
কচুয়া, চাঁদপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...