শব্দব্রাউজ ৬৩০।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-630, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৩০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৯। ১০। ২০২২। সময় সকাল সাতটা পনেরো মিনিট ।
শব্দসূত্র: ঘরে ঘরে সুখ
ঘরে ঘরে হাজার সুখ
উঠে আসে
উজ্জ্বল রোদের সঙ্গে ।
ঘরে ঘরে হাজার উচ্ছ্বাস
উঠে আসে
একে অপরে মাখামাখি হলে ।
ঘরে ঘরে সুখ আমাকে
উজ্জীবিত করে,
ভরে উঠি । জ্বলে উঠি ।
ভালো লাগলো।
উত্তরমুছুন