শব্দব্রাউজ ৬৬৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-666, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৬৬। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৪। ১১। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: কোলাহল বারণ হল
কোলাহল এখন
বড় জীবন্ত মনে হয় ।
কফিহাউসের কোলাহল
বুক ভরে ঘরে ফিরে
নিজেকে সাজাই ।
বারণ কে করবে
কোলাহলকে?
কে শুনবে নিঃশব্দের
শব্দ?
কোলাহল নৈঃশব্দ্যের দ্বন্দ্ব
ছুঁই
দ্বন্দ্ব পুষি রক্তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন