শব্দব্রাউজ ৬৮১।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-681, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৮১ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৫। ১২। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: নিঃসঙ্গতা আমার নয়
নিঃসঙ্গতা আমাকে
হারাতে পারে না ,
আমি শব্দের সঙ্গে মিশি
কথা বলি
জীবন বয়ে যায় অপূর্ব হয়ে ।
আমার দীর্ঘ জীবন
আরো দীর্ঘ হোক
আমি শব্দ নিয়েই
বাঁচবো ।
নয় কোন অচলায়তন
নয় কোন হালকা কথন
শুধু সৃজন আর সৃজন ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন