শব্দব্রাউজ ৭৫১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-751, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৫১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২২। ৩। ২৩। সময় সকাল সাড়ে সাতটা ।
শব্দসূত্র: রোজনামচার সঙ্গে অঙ্গে অঙ্গে
রোজনামচায় মিশে
যেমন নিজেকে সাজাই,
প্রতি মুহূর্ত এভাবে
ধরা থাকে সম্ভার হয়ে ।
অঙ্গে অঙ্গে যে
বাজায় বাঁশি
সে রোজনামচা মানে না ।
তখন ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে আসে
বেহিসেবি জীবন
রন্ধ্রে রন্ধ্রে উন্মাদনা নিয়ে ।
সত্যি ভালো। সুন্দর। শ্রদ্ধাসহ, নৃপেন
উত্তরমুছুন