শব্দব্রাউজ ৭৭১।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-771, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৭১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৪। ৩। ২৩। সময় সকাল আটটা ।
শব্দসূত্র: দুঃখ আমার সোহাগলিখন
দুঃখ আমায় জীবন
চেনায়,
এই উপকারের জন্য
আমি তাকে সোহাগ করি
দুঃখ শব্দের সঙ্গে আজীবন
বন্ধুত্বের ফলশ্রুতি
এখন নিঃশ্বাস প্রশ্বাসের মতো
স্বাভাবিক ।
তাই সুখ এলে বড় ভয় পাই
যদি দুঃখ সরে যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন