শব্দব্রাউজ ৭৭৫।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-775, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৭৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৮। ৩। ২০২৩। সকাল সাতটা চল্লিশ ।
শব্দসূত্র: লিটল ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন
( সন্দীপ দত্ত কে মনে রেখে)
লিটল ম্যাগাজিন যার গীতা হয়ে যায়
কোরান হয়ে যায়
বাইবেল হয়ে যায়
তখন লাখো লাখো ম্যাগাজিনের পাতা
তার স্পর্শের জন্য জেগে থাকে ।
প্রতিদিন হোক লিটল ম্যাগাজিন দিন
যিনি বলে চলেন,
তার মাথার পালক
লিটল ম্যাগাজিন গেঞ্জি
ঘুরে বেড়াবে বইমেলা, সভা,
সেমিনার, রাস্তায়, গ্রন্থাগারে,
লিটল ম্যাগাজিন মেলায় ।
আশ্চর্য তাকে আর দেখতে পাব না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন