শব্দব্রাউজ ৭৭৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-776, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৭৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৯। ৩। ২৩। সকাল সাতটা কুড়ি মিনিট ।
শব্দসূত্র: ভেবেছিলাম ভালো হবে
ভেবেছিলাম আজকের গান
ভালোই হবে ,
ভেবেছিলাম সুখ নিয়ে
কাটিয়ে দেব দিন ।
কিন্তু কবিতা শব্দগুলো
কিছুই হতে দিল না ।
ভেবেছিলাম নিখুঁত হবে
সঞ্চালনা ,
ভেবেছিলাম সুন্দর হবে
আমার পরিচর্যা ।
কিন্তু কবিতার সব শব্দ
আমায় জড়িয়ে ধরে
বাকি সব নষ্ট করে দিলো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন