শব্দব্রাউজ ৭৮২।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-782, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৮২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৫। ৩। ২৩। সকাল সাতটা চল্লিশ মিনিট ।
শব্দসূত্র: আবার দুজনে দেখা হলে
আবার দুজনে দেখা হলে
কোন শিহরণ
ভেতরে ভেতরে,
জানা নেই ।
প্রতিটি শ্বাসের শব্দ
তখন শোনা যায়
লোকালয়ে;
ব্রহ্ম তরঙ্গ এমনই ।
আবার দেখা হলে
শরীরে শরীর
মনে মন
একাঙ্গী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন