রবিবার, ১৯ মার্চ, ২০২৩

উন্মুখ পত্রিকার বসন্তকালীন কবিতাবাসর, Unmukh

উন্মুখ পত্রিকার বসন্তকালীন কবিতাবাসর 



নিজস্ব সংবাদদাতা কলকাতা ::  ১৮ মার্চ কলকাতার কলেজস্ট্রিটে কফি হাউসের ত্রিতলে বই-চিত্র সভাঘরে অনুষ্ঠিত হল উন্মুখ পত্রিকার আয়োজনে বসন্তকালীন কবিতাবাসর । দর্শক পরিপূর্ণ সভাঘরে স্বাগত ভাষণ দেন পত্রিকার সহ - সম্পাদক বন্দিশ ঘোষ । প্রয়াত কবি মঞ্জুষ দাশগুপ্ত স্মৃতি বক্তৃতাতে কবি মঞ্জুষ দাশগুপ্তের কাব্য ভাবনার ওপর বিশদ আলোচনা করেন কবি ও চলচ্চিত্র চিন্তক অচিন্ত্য নন্দী । কবি মঞ্জুষ দাশগুপ্ত স্মৃতি স্মারক অর্পন করা হয় ' কবিতা সমগ্র ' গ্রন্থটির কবি গৌতম দাশগুপ্তকে । উক্ত গ্রন্থটির ওপর মনোজ্ঞ আলোকপাত করেন কবি প্রাবন্ধিক ও সমালোচক নীলাঞ্জন কুমার ।

  দ্বিতীয় পর্বে কবিতা পাঠে অংশ নিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন নীলিমা সাহা, নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায় , নীলিমা সরকার,  রীতা মিত্র,  শ্রীময়ী চক্রবর্তী,  কমল তরফদার,  প্রণবকুমার চট্টোপাধ্যায়, খগেশ্বর দাস,  শর্বানীরঞ্জন কুন্ডু,  অসীমকুমার বসু,  পঙ্কজকুমার চ্যাটার্জি,  মৃণালকান্তি সাহা,  বাপী চক্রবর্তী,  পার্থসারথি দত্ত,  অরূপ চৌধুরী, অমিত কাশ্যপ,  সুভাষচন্দ্র ঘোষ,  নৃপেন্দ্রনারায়ণ ভট্টাচার্য,  অশোক রায়,  দীপঙ্কর সরকার,  সোমনাথ মুখোপাধ্যায়,  বিমানকুমার মৈত্র, বন্দিশ ঘোষ ও নীলাঞ্জন কুমার । অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সঙ্গীতে অংশ নেন অমরেন্দ্র ভট্টাচার্য,  কমল তরফদার ও  নীলাঞ্জন কুমার ।



২টি মন্তব্য:

  1. Khub khub valo laglo. Unmukh aro onek safolyo orjon koruk

    উত্তরমুছুন
  2. অসাধারণ অনুষ্ঠান হয়েছে। আমরা যেন কবিতার আবেশে মন্ত্রমুগ্ধ হয়েছি- নৃপেন

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...