কিছু বই কিছু কথা- ৩১০। নীলাঞ্জন কুমার
মনের উড়ান । নবলিপি পাবলিকেশনস্, কোচবিহার ।
বিনিময় একশো টাকা ।
কুচ্ছিত প্রচ্ছদ, দায়সারা ছাপা ( ৫০ ও ৫১ পৃষ্ঠা ডবল ইম্প্রেসন হওয়ায় দুটি কবিতা বোঝা যাচ্ছে না ) ও ৭৬টি কবিতার ভেতরে প্রায় ৯০শতাংশ নাবালক কবিতা দিয়ে গড়ে তোলা হয়েছে উৎপলেন্দু পালের প্রথম কাব্যগ্রন্থ ' মনের উড়ান ' । যে কোন কবির বোঝা উচিত কোন বই যখন প্রকাশ করা হয় সেটি যেন পাঠকের পড়ার যোগ্যতা লাভ করে । নাহলে সচেতন পাঠক বইটি ' ফালতু মাল ' বলবে ও সমালোচকের তিরস্কার তাঁর প্রাপ্য হয়ে উঠবে । যা খুশি তাই লিখে যাবার মতো কবিতার দিন আর নেই, পাঠক অনেক শিক্ষিত, তাকে বোকা বানানো যায় না তা এঁদের বোঝা হল না, এটাই আফশোস ।
তবে যে দশ শতাংশ কবিতা সাবালকত্ব নিয়ে হাজির হয়েছে সেগুলোর সামনে দাঁড়াতে হয় । যেমন:
' ইলশেগুড়ি থেকে মুষলধারায় ভিজেছি কতবার তবুও/ একপশলা বৃষ্টি লিখে উঠতে পারিনি এখনো ।' ( ' বৃষ্টি লিখবো বলে '), ' মাজরা পোকা চুষে খায় বিবেকের রস / অশ্লীল ইঙ্গিত করে বোধিবৃক্ষের ডানা ' ( ' একান্ত গোপন ') , ' একটা ছবি আঁকতে/ আস্ত জীবনও নিতান্তই কম। ' ( ' জীবনের ছবি ' ) ইত্যাদি ইত্যাদি ।
কবির পরবর্তী কাব্যগ্রন্থ প্রকাশের আগে যা করা উচিত তা হল , ১। কোন সৎ ও শীর্ষ স্থানীয় কবির কাছে কবিতা দেখিয়ে মতামত নেওয়া । ২। ভালো শিল্পী দিয়ে প্রচ্ছদ করানো । ৩। ভালো প্রেসে ছাপানো । নাহলে কবিতার বইয়ের ভীড়ে এসব বই বিলুপ্ত হয়ে যাবেই। কাল নিরবধি । তার বাছাই বড় কঠিন । সেখানে ভালো ছাড়া খারাপ চলে না ।
** আলোচনা, বক্তব্য, মতামতের দায় আলোচকের নিজস্ব। এ বিষয়ে দৈনিক বাংলা কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নেবে না।
সুচিন্তিত মতামতের জন্য সাহিত্য সমালোচক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ । 🙏
উত্তরমুছুন