শব্দব্রাউজ ৮০০।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-800, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮০০ ।। নীলাঞ্জন কুমার
ছাটগুড়িয়াহাটি, কোচবিহার । ১২। ৪। ২৩। সকাল ১১টা ৪৫মিনিট ।
শব্দসূত্র: অবিরাম হাঁটার আনন্দ
শেষ মুহূর্ত পর্যন্ত
হাঁটাহাটি করার যে ইচ্ছে
তাকে সঙ্গে নিয়ে
গন্ডি পেরোই ।
অবিরাম হাঁটার সঙ্গে
শব্দ সঙ্গী হলে
শত কোলাহল
কিছুই নয় ।
শেষ পর্যন্ত এভাবেই
অবিরাম হাঁটার আনন্দ
যেন থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন