শব্দব্রাউজ ৮৩০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-830, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৩০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১২। ৫। ২৩। সময় সকাল ৬টা ৫০মিনিট ।
শব্দসূত্র: শান্তি, শান্তি
বাস্তবতার ক্ষতস্থানে
যে ভোর লাগায় প্রলেপ
তাকে নাম দিই
শান্তি ।
নিশ্চিন্ত সুখ কাঁধে হাত রাখলে
যে স্বাদ
তাকে অনায়াসে বলে দিই
শান্তি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন