সোমবার, ১২ জুন, ২০২৩

কনভেনশনে বই উদ্বোধন করলেন নীলাঞ্জন কুমার । #NRC

কনভেনশনে বই উদ্বোধন করলেন নীলাঞ্জন কুমার । #NRC



 নিজস্ব সংবাদদাতা, কলকাতা।। ১১জুন সারাদিনব্যাপী  এক কনভেনশন অনুষ্ঠিত হল কলকাতার শিয়ালদহের ইস্ট লাইব্রেরি সভাঘরে । কনভেনশনের মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী ড.শামসুল আলম । সভাপতিমন্ডলীতে আসন অলংকৃত করেন প্রাক্তন বিচারপতি ইন্তাজ আলি শাহ্ ও বিশিষ্ট কবি প্রাবন্ধিক সম্পাদক ও সমালোচক নীলাঞ্জন কুমার । 

                কনভেনশনের মূল বিষয় ছিল ' দেশ এবং এই রাজ্যের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সাংবিধানিক বিকল্পের সন্ধানে '। তার ওপর খসড়া পাঠ ও বক্তব্য রাখেন ড. আলম। খসড়াকে সমর্থন করে বক্তব্য রাখেন  নীলাঞ্জন কুমার,  ইন্তাজ আলি শাহ্,  শান্তনু মন্ডল,  মুহম্মদ হেলালউদ্দীন সহ বিভিন্ন বক্তা । কনভেনশনে ড. শামসুল আলমের গ্রন্থ ' NRC -NRP- CAA দেশের পক্ষে চরম সর্বনাশ ' গ্রন্থ উদ্বোধন করা হয়।  পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শতাধিক বিশিষ্ট প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...