শব্দব্রাউজ ৮৪৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-845, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৪৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৭। ৫। ২৩। সময় সকাল সাড়ে সাতটা ।
শব্দসূত্র : উন্মাদনা হিল্দোল রাগে
অন্তর উন্মাদনা
মৌণ নূপুর বাজায়
হিল্দোল ।
রাগ অনুরাগ তখন
রক্তে
তন্ত্রীতে
মুর্ছনা নিয়ে বাজে ।
উন্মাদনা ছুঁয়ে
ধরে রাখি
স্বপ্ন ।
যা আমায়
পূর্ণতা দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন