কবিতা
ছড়ি ঘোরানো ঈশ্বর
হাবিবুর রহমান
আমাদের বাড়ির ক্ষেত্রফল থেকে কিছু জমি কেটে নিলো চোরেরা
চাঁদ থেকে জোছনা খুলে নেয় আরো কিছু কালপ্রিট
আমাদের মাথার ওপর বসে আছেন ছড়ি ঘোরানো ঈশ্বর
তিনি পারলেন না জোছনামাখা ওড়না দিয়ে বেআব্রু চাঁদকে ঢেকে দিতে
আর কি করে আমাদের বাড়ির সীমারেখা রক্ষা করবেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন