শব্দব্রাউজ ৮৭২।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-872, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮৭২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ২৫। ৬। ২৩। সকাল দশটা পনেরো ।
শব্দসূত্র: হাঁকডাক রয়ে গেলেও
জগন্ময় মিত্রের গানের মতো
বিষাদ আঁকড়ে ধরলে
বাস্তব এগোবে?
' বলেছিলে চিঠি দিও ' শুনলে
এখন চিঠির বদলে
ই-মেল কল্পনায়!
হাঁকডাক রয়ে গেলেও বিকেলের
নীল খামের ডাক
আসে না
শুধু রয়ে যাবে বনশ্রীর গান
' আজ বিকেলের ডাকে তোমার চিঠি ' ...
ভাল লাগলো
উত্তরমুছুন